ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অবরোধের বিরুদ্ধে মহাখালী বাস টার্মিনাল মালিক-শ্রমিক সমিতির মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
অবরোধের বিরুদ্ধে মহাখালী বাস টার্মিনাল মালিক-শ্রমিক সমিতির মিছিল

ঢাকা: বিএনপি ও সমমনা দলগুলোর সরকার পতনের এক দফা দাবিতে চলমান সর্বাত্মক অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে মহাখালী বাস টার্মিনাল মালিক শ্রমিক সমিতি।

সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় ‘সন্ত্রাস, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে’ এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জানায় তারা।

এদিন দুপুর ১২টায় একটি মালিক-শ্রমিক সমিতির নেতৃত্বে মিছিল টার্মিনাল এলাকা প্রদক্ষিণ করে৷

এ সময় শ্রমিকরা ‘আগুন সন্ত্রাসের হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, দুনিয়ার মজদুর, এক হও লড়াই করো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ বলেন, বিএনপি জামাত আমাদের কর্মে আঘাত এবং গতকাল নাবিস্কোতে গাড়ি পোড়ানোর বিরুদ্ধে আমাদের এই অবস্থান। যেহেতু আমাদের শ্রমিকরা কর্মহীন হয়ে গেছে তাই আমাদের এই প্রতিবাদ। আমরা এই অবরোধ প্রত্যাখ্যান করলাম।

মিছিলে মালিক-শ্রমিক সমিতির আনুমানিক ৩ শতাধিক সদস্য অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা,নভেম্বর ১৩, ২০২৩
এমকে/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।