ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চট্টগ্রামে নাশকতার মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
চট্টগ্রামে নাশকতার মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ গ্রেপ্তার: প্রতীকী ছবি

ঢাকা: চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতা মামলার আসামি রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান শাকিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত থেকে বুধবার (২২ নভেম্বর) চট্টগ্রামে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতা মামলার এজাহার নামীয় আসামি মো. শাহজাহান শাকিল। তিনি রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক। তার আরও দুই সহযোগীকে ও গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।