ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

মনোনয়নপত্র জমা দিলেন আসাদুজ্জামান নূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
মনোনয়নপত্র জমা দিলেন আসাদুজ্জামান নূর

নীলফামারী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংস্কৃতি মন্ত্রী ও দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে নৌকার প্রার্থী হিসেবে টানা পঞ্চমবারের মতো মনোনয়নপত্র জমা দেন তিনি।

 

এসময় মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার পঙ্কজ ঘোষ।

উল্লেখ্য, ২০০১ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে বিপুল ভোটে প্রথমবার নীলফামারী-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।