ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় পার্টির সঙ্গে আলোচনা সাপেক্ষে আসন ভাগাভাগি: আমু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
জাতীয় পার্টির সঙ্গে আলোচনা সাপেক্ষে আসন ভাগাভাগি: আমু

ঢাকা: জাতীয় পার্টির সঙ্গে আলোচনা সাপেক্ষে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি নির্ধারিত হবে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

মঙ্গলবার (ডিসেম্বর ০৫) সন্ধ্যায় ইস্কাটনের বাসায় ১৪ দল নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আমির হোসেন আমুর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।

কবে নাগাদ শরিকদের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হবে এমন প্রশ্নের জবাবে ১৪ দল সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, ‘জাতীয় পার্টির সঙ্গে হয়তো কালকে আলাপ হবে, আলাপ হওয়ার পর একটা পর্যায়ে যেতে পারি। কিছু কনফ্লিক্ট হতে পারে, সেগুলো দেখতে হবে। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, ১৪ দলের মধ্যে কোনো আসনে কনফ্লিক্ট হয় কি না, সেটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকতে পারে। ’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধেই তো আওয়ামী লীগের প্রার্থী আছে। কার বিরুদ্ধে কে থাকবে, কে থাকবে না। কে উইড্র হবে কে উইড্র হবে না, এগুলো এত তাড়াতাড়ি আলোচনার বিষয় না। আমাদের ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ’

আমির হোসেন আমু বলেন, ‘আসন বিন্যাসের ঘোষণা আগে যাবে। কিন্তু মূল সব ব্যাপার আরও অপেক্ষা করতে হবে। তারপর জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টির সঙ্গে আলোচনা হবে। তাদের আসন বিন্যাস হবে। ’

জোটের শরিকরা কত আসন চায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওনাদের সঙ্গে যে আলোচনা হয়েছে অফ দ্য রেকর্ড, সেটা অফ দ্য রেকর্ডই থাকবে। ’

১৪ দলের মধ্যকার ঐক্য অটুট আছে জানিয়ে জোট সমন্বয়ক বলেন, ‘নির্বাচন আমরা ১৪ দল জোটগতভাবেই করব। সেই সিদ্ধান্ত আমাদের অটুট রয়েছে। সেই ক্ষেত্রে ওনাদের আসনের ব্যাপারে কোথায় কী করা যায়, যেহেতু এবার জিনিসটা একটু কমপ্লিকেটেড, অনেক রকম ব্যাপার-স্যাপার; সেখানে কীভাবে আসন বিন্যাস করা যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ’

আমির হোসেন আমু বলেন, ‘একসঙ্গে (পরিস্থিতি) সামাল দেওয়া, একসঙ্গে সংগ্রাম করা—এক্ষেত্রে ১৪ দল অনেক পরীক্ষিত। এটা শুধু আসন বিন্যাসের ওপর নির্ভর করে না। আমরা একটা রাজনৈতিক আদর্শিক জোট। এটা ভাগাভাগির জোট না। ’

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩/আপডেট: ২০৪৭ ঘণ্টা
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।