ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে আ. লীগের বিজয় শোভাযাত্রা মঙ্গলবার

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
রাজধানীতে আ. লীগের বিজয় শোভাযাত্রা মঙ্গলবার

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীতে বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি ৩২ নম্বর ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বিজয় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

একইসঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মঙ্গলবার সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারা দেশে এ বিজয় শোভাযাত্রা কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগের এ বিজয় শোভাযাত্রা সোমবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো কিন্তু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় বিজয় শোভাযাত্রা কর্মসূচি স্থগিত করে আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এসকে/এএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।