ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইল-৩: নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
টাঙ্গাইল-৩: নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫

টাঙ্গাইল: টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. কামরুল হাসান চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আমানুর রহমান খান রানার সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের বাঘার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৌকা সমর্থক জাফর আলী ও স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় বক্তব্য দেন লক্ষ্মীন্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম। তিনি ভোটারদের উদ্দেশ্য করে বলেন, স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকে যদি কেউ ভোট না দেন, তাহলে তাদের ভাতা কার্ড বন্ধ করে দেওয়া হবে। সন্ধ্যায় নৌকার পক্ষে আরেক নির্বাচনী সভায় ওই বক্তব্যের প্রতিবাদে বক্তব্য দেন ইউনিয়নের চেয়ারম্যান নৌকা প্রতীকের সমর্থক সাইদুর রহমান। এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দুপক্ষের পাঁচজন আহত হন।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, সংঘর্ষের ঘটনায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।