ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার 

ফরিদপুর: দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।  

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু ও সদস্য সচিব শাহারিয়া শিথিল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ওই দুই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

বহিষ্কার হওয়া স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- ভাঙ্গা পৌর শাখার আহ্বায়ক নজরুল ইসলাম ও ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরকান খলিফা।

বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে মোজাম্মেল হোসেন খান মিঠু বাংলানিউজকে বলেন, স্বেচ্ছাসেবক দলের ওই নেতা সম্প্রতি ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর হাতে ফুল দিয়ে তার নির্বাচন করছেন। বিষয়টি আমাদের নজরে এলে তাদের দল থেকে তাদের বহিষ্কার করা হয়।  

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।