ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

প্রতারণার মামলায় ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
প্রতারণার মামলায় ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু কারাগারে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন বাপ্পাদিত্য বসু

যশোর: অর্থ আত্মসাৎ ও প্রতারণার তিন মামলায় ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৭ জানুয়ারি) তাকে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারা তাকে আদালতে সোপর্দ করলে বাপ্পাদিত্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বাপ্পাদিত্য বসু যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার দুলাল চন্দ্র বসুর ছেলে এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি।

জানা গেছে, বাপ্পাদিত্য অর্থঋণের তিনটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। একইসঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত। মামলা দায়েরের পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি।

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ ক্যাম্পের সদস্যরা ঢাকার নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।  

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (অপারেশন্স) পলাশ কুমার বিশ্বাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
ইউজি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।