ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

১২ ঘণ্টায় গ্যাসের সমস্যা সমাধান করেছেন প্রধানমন্ত্রী: সেলিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
১২ ঘণ্টায় গ্যাসের সমস্যা সমাধান করেছেন প্রধানমন্ত্রী: সেলিম

নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে গ্যাসের সমস্যার সমাধান পেয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। সরকার প্রধানকে অনুরোধ করার ১২ ঘণ্টার মধ্যে তিনি এ সমস্যার সমাধান করেছেন বলেও উল্লেখ করেন জাতীয় পার্টির এই নেতা।

সোমবার (২৯ জানুয়ারি) নারায়ণগঞ্জের চাষাড়ায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা জানান।

সেলিম ওসমান বলেন, অনেকে বলেছিল আগামী ২ বছর গ্যাস আসবে না। এখন এত গ্যাস যে কমিয়ে রাখতে হয়। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি; তাকে আমি ধন্যবাদ জানাই। ১২ ঘণ্টার পার না হতেই আমার গ্যাসের সমস্যার সমাধান হয়ে গেছে। সমস্যার সমাধান যে করবে তাকেই আমাদের প্রয়োজন৷

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদকেও চিঠি লিখেছিলেন বলে জানান শামীম ওসমানের বড় ভাই।

তিনি আরও বলেন, কল্পনা করা যাবে না এখানকার ফ্যাক্টরিগুলো কত লস দিয়েছে। তিন লাখ লোকের কাজ থাকতো না গ্যাস না পেলে। আমাদের বেতন দেওয়ার ক্ষমতা থাকত না।

এ সময় নারায়ণগঞ্জের যানজট নিয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে তিনি বলেন, যানজটের দায়িত্ব সিটি করপোরেশন, পুলিশ ও জেলা প্রশাসনের। আমাদের একসাথে বসতে হবে। আমি তো পেরেছি। বাসের ভাড়াও কমিয়েছি। মানুষ বেড়ে গেছে যাতায়াতও বেড়ে গেছে। নতুন রাস্তা চালু হলে এটা (যানজট) কমে যাবে।

যারা ক্যামেরা নিয়ে বসে আছেন, নারায়ণগঞ্জে কোথায় কেন যানজট হয় তা আমাদের দিন। যারা দিতে পারবেন তাদের পুরস্কৃতও করা হবে। এগুলো দিতে পারলে নারায়ণগঞ্জে জলাবদ্ধতা থাকবে না মশাও থাকবে না। ময়লা আমরা সরাতে পারবো না। এটা কাউন্সিলরদের কাজ। আমরা সবাই মিলে এটা করতে পারবো।

রাস্তার দুই পাশে দোকান কেন প্রশ্ন করা হলে তিনি বলেন, কেন? কারা বসিয়েছে? দোকানের ভাড়া কারা নেয়- আমরা একসঙ্গে বসলে এসব সমাধান সম্ভব।

প্রশাসনকে ভালো উল্লেখ করেন সেলিম বলেন, আমরা যদি ভালো না হই প্রশাসন শান্তি দিতে পারবে না।

আমি একটা চেয়ারে বসে কাজ করতে পারবো না, অন্যের ওপর দোষ চাপিয়ে দেব এটা হবে না। না পারলে অন্যের সাহায্য নেব।

নারায়ণগঞ্জের মানুষের সমস্যা সমাধান হবে। রাতারাতি আমরা পারবো না। তবে আমাদের অতীত ভুলে গিয়ে সবাইকে মিলে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন সেলিম ওসমান।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।