ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বর্তমান সরকারকে হটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: নুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
বর্তমান সরকারকে হটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: নুর ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বর্তমান সরকারকে হটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২২ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত ফিলিস্তিনের ওপর ইসরায়েলের চলমান বর্বরতার বিরুদ্ধে জাতীয় সংহতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে নুরুল হক নুর বলেন, শেখ হাসিনার সরকারকে হটিয়ে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ওরা যতই প্রতারণা করুক, ধোঁকাবাজি করুক, ওদের মিথ্যাচার, প্রতারণা আজকে আমাদের কাছে পরিষ্কার। এ সরকার যদি ক্ষমতায় থাকে, ঈমানদাররা আর এদেশে বেঁচে থাকতে পারবেন না।

তিনি আরও বলেন, আমেরিকার প্রেসিডেন্টসহ দেশটির পলিসি মেকারদের অধিকাংশ ইসরায়েলের পক্ষে অংশ নিচ্ছে মধ্যপ্রাচ্যে মাতব্বরি করার জন্য। কারণ মধ্যপ্রাচ্যে মাতব্বরি করার জন্য ইসরায়েলকে তাদের লাগবে। এজন্য যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে লাগবে।

তিনি বলেন, বিশ্বের প্রতিটি রাষ্ট্রে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। কিন্তু বাংলাদেশে গত পাঁচ বছরে কয়টি প্রতিবাদ হয়েছে? ১৮ কোটি মানুষের দেশে কয়জন ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে? আমরা যদি প্রতিবাদ করি, সেটিও যেন গণমাধ্যমে না আসে, প্রচার না হয়, সেই ব্যবস্থাও করা হচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। আজকে একদিকে এ সরকার ফিলিস্তিনের পক্ষে মুখে সিম্প্যাথি দেখাচ্ছে, আরেকদিকে বাংলাদেশে ইসরায়েলের দূতাবাস খোলার জন্য পাঁয়তারা করছে। এ জন্য বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল শব্দ তুলে দিয়েছে। এজন্য তারা চায় না ইসরায়েলের বিরুদ্ধে কোনো বিক্ষোভ ও ফিলিস্তিনের পক্ষে কোনো জনসমর্থনে এ দেশে তৈরি হোক।

ডাকসুর সাবেক এ ভিপি আরও বলেন, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেটি কোনো ধর্মীয় বিষয় না। এটি একটি জাতিগত হত্যা, মানবাধিকারের চরম লঙ্ঘন, মানবতার চরম বিপর্যয়। তাই মানবতার জায়গা থেকেই আমাদের কথা বলা উচিত, প্রতিবাদ করা উচিত, মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানো উচিত।

তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে সমগ্র পশ্চিমা বিশ্ব তোলপাড়। তাদের হৃদয় জ্বলে। কিন্তু ফিলিস্তিনে হামলা চালিয়ে তাদের বাড়িঘর হাসপাতাল ধুলোয় মিশিয়ে দিচ্ছে, এতে তাদের হৃদয় কাঁদে না। বরং তারা ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়। এটা তাদের ভণ্ডামি, ধোঁকাবাজি, প্রতারণা। এ একই ভণ্ডামি-প্রতারণা করছে বাংলাদেশের শাসক গোষ্ঠী।

এ সময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরা ও জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
এসসি/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।