ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এরশাদের মৃত্যুবার্ষিকীতে রাজধানীতে জাতীয় ছাত্র সমাজের র‌্যালি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
এরশাদের মৃত্যুবার্ষিকীতে রাজধানীতে জাতীয় ছাত্র সমাজের র‌্যালি

ঢাকা: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোক র‌্যালি করেছে পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ।  

র‌্যালিটি রমনা ও কাকরাইলের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যায়।

সেখানে এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে র‌্যালি শেষ হয়।  

রোববার (১৪ জুলাই) দুপুরে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আল মামুন ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম খান এতে নেতৃত্ব দেন। পরে র‌্যালিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা স্মরণসভায় যোগ দেন।  

এসময় জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মো. আল মামুন বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের সময় কনো প্রশ্ন ফাঁস তো দূরের কথা, সামান্য কোনো অনিয়ম হলে মন্ত্রীদের অপসারণ করা হতো ওইদিনই। হুসেইন মুহম্মদ এরশাদ এমন জননন্দিত নেতা ছিলেন যে ১৯৯১ সালে ও ১৯৯৬ সালে অন্ধকার কারাগারে বসে পাঁচটি আসনে জয়লাভ করে এমপি হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।