ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আগস্ট মাস এলেই পুরোনো রূপ প্রকাশ করে ঘাতক চক্র’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
‘আগস্ট মাস এলেই পুরোনো রূপ প্রকাশ করে ঘাতক চক্র’

সিলেট: বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এ দেশকে কলঙ্কিত করা হয়। আগস্ট মাস এলে সেই ঘাতক চক্রটি তাদের পুরোনো রূপ প্রকাশ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।

বক্তারা বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পথে। দেশবিরোধী জামায়াত-বিএনপি চক্র এখন দেশকে অস্থিতিশীল করে তুলেছে। দেশকে পাকিস্তান বানানোর মহাপরিকল্পনা করেছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টায় শোকের মাস আগস্টের প্রথম দিনে শোক র‌্যালি করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। নগরের রেজিস্টারি মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে বক্তারা বলেন, শোকের মাস আগস্ট জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। এ মাসে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ তাদের পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে স্বাধীনতাবিরোধী চক্র। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এ দেশকে কলঙ্কিত করা হয়। আগস্ট মাস এলে সেই ঘাতক চক্রটি তাদের পুরোনো রূপ প্রকাশ করে।

তারা আরও বলেন, সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ঢুকে জামায়াত-বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করেছে। তাদের আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে সারা দেশে ব্যাপক তাণ্ডব চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দেশবিরোধীদের এ মহাপরিকল্পনা নস্যাৎ করবে। শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ আওয়ামী লীগ এখন এ উপমহাদেশে শক্তিশালী সংগঠন হিসেবে খ্যাতি লাভ করেছে। দেশবিরোধী চক্রকে পূর্ণশক্তি দিয়ে প্রতিহত করা হবে।

কোটা আন্দোলনকে সন্ত্রাসীরা রাজনৈতিক আন্দোলনে রূপধারণ করেছে। এ থেকে কোমলমতি সন্তানদের বিরত রাখার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ করেন বক্তারা।

এতে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকারসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি নেতা, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৪
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।