ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

রাজনীতি

অন্তর্বর্তী সরকারের তালিকা দিয়েছে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
অন্তর্বর্তী সরকারের তালিকা দিয়েছে বিএনপি

ঢাকা: যেসব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের পক্ষ থেকে গত জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা হয়েছে সেসব দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের তালিকা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিবের কাছে দলটির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার গঠনে এ তালিকা দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, ৬৪ রাজনৈতিক দল গত জাতীয় নির্বাচন বর্জন করেছে। এসব দল থেকে প্রতিনিধি নিয়ে প্রায় দুই শ’ জনের তালিকা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, যেসব রাজনৈতিক দল গত নির্বাচন বর্জন করেছে, সেসব দলের প্রতিনিধির সমন্বয়ে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য আজকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে তালিকা দেওয়া হয়েছে। তবে কত জনের তালিকা দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৪
টিএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।