ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে ২০১৩ সালে জামায়াত কর্মী হত্যার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
ঝিনাইদহে ২০১৩ সালে জামায়াত কর্মী হত্যার ঘটনায় মামলা

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের হাটের রাস্তায় ২০১৩ সালে জামায়াত কর্মী আব্দুস ছালাম খুন হয়েছেন। এ হত্যার ঘটনায় মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ৭২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

নিহতের শ্বশুর আবু বকর সিদ্দিক বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৩০।  

জামায়াত কর্মী আব্দুস ছালাম রাজবাড়ী জেলার বাসিন্দা ছিলেন। তিনি ঝিনাইদহের একটি মাদরাসার শিক্ষক ছিলেন।

মামলায় সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু, তাহজীব আলম সিদ্দিকি সমী, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, ডিএসবির সাবেক ওয়াচার মুরাদসহ ৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে।  

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি ইসলাম নিয়ে ব্লগারদের কটূক্তি ও সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ওলামা মাশায়েখের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করলে তাদের ওপর হামলা করা হয়। হামলা চালিয়ে জামায়াত কর্মী আব্দুস ছালামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।