ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

টুঙ্গিপাড়ায় ৭৯ আ.লীগ নেতাকর্মীর নামে শ্রমিকদল নেতার মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
টুঙ্গিপাড়ায় ৭৯ আ.লীগ নেতাকর্মীর নামে শ্রমিকদল নেতার মামলা

গোপালগঞ্জ: গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও মেহমানদের জন্য রান্না করে রাখা খাবার নষ্ট করার অভিযোগে টুঙ্গিপাড়ার ৭৯ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে।  

ও এস এম জিলানীর ভাতিজা গোপালগঞ্জ জেলা শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জুলকার শেখ বাদী হয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে এ মামলা করেন।

মামলায় টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের ২৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।  

মামলার বিবরণে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে তার গ্রামের বাড়িতে আসছিলেন। তাদের আপ্যায়নের জন্য রান্না করা হয়েছিল খাবার। এ খাবারের আয়োজনে খরচ হয়েছিল দেড় লাখ টাকা। ওই দিন রাত ৮টায় মামলার এক নম্বর আসামি মো. নাজমুল শেখের নেতৃত্বে অন্য আসামিরা ইট পাটকেল ও লাঠি নিয়ে বাড়িতে হামলা চালিয়ে চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করেন এবং খাবার নষ্ট করেন।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক খন্দকার আমিনুর রহমান বলেন, আসামিরা পলাতক থাকায় এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।