ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রশিবিরের ঢাবি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ বুধবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
ছাত্রশিবিরের ঢাবি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ বুধবার

ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি আগামীকাল বুধবার প্রকাশ করা হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এম এম ফরহাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামীকাল আমাদের কমিটি প্রকাশ করা হবে। এটি অনলাইনে ফেসবুক পেজে প্রকাশ করা হবে। আমাদের কমিটি প্রস্তুত করার কিছু নেই। যে কমিটি আছে, তা প্রকাশ করা হবে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম আত্মপ্রকাশ করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের মাস্টার দা সূর্যসেন হলের শিক্ষার্থী।

২২ সেপ্টেম্বর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ আত্মপ্রকাশ করেন। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হলে থাকতেন।

২১ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে সাদিক কায়েম বাংলানিউজকে বলেন, সাংগঠনিক সিদ্ধান্তেই আমরা আত্মপ্রকাশ করছি। আমরা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে চাইনি। আমাদের এতদিন বাধ্য করা হয়েছিল। আমাদের পুরো কমিটি শিগগিরই প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এফএইচ/এমজেএফ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।