ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি সরকার গঠন করলে দেশ নিরাপদ থাকবে: মুন্না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
বিএনপি সরকার গঠন করলে দেশ নিরাপদ থাকবে: মুন্না

বরিশাল: বিএনপি রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পেলে এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করলে বাংলাদেশ নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার টরকীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির লিফলেট বিতরণকালে তিনি বলেন, আগামী নির্বাচন অনেক কঠিন হবে।

নির্বাচিত জনপ্রতিনিধিরাই পারবে যেকোনো কাজ সুসম্পন্ন করতে। এজন্য মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের মন জয় করেই রাজনীতি করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ বার্তা আমরা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিচ্ছি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টুসহ উপজেলা যুবদলের নেতারা।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ