ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন: খায়রুল কবির খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন: খায়রুল কবির খোকন

নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে জনগণের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করেন। কারণ জনগণ ১৭ বছর ধরে ভোট প্রয়োগের জন্য অপেক্ষা করছে।

 

শনিবার (৫ অক্টোবর) নরসিংদীর মাধবদীতে হেরিটেজ রিসোর্ট এ নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো বিভিন্ন প্রতিষ্ঠান নির্লজ্জ দলীয়করণ করা হবে না। বিএনপি জনগণের জন্য কাজ করে যাবে।

নরসিংদী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মোমেন মোল্লার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, চেম্বার অব কর্মাস এর সাবেক প্রেসিডেন্ট মোশাররফ হোসেন, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মো. হেলাল মিয়া, বিটিএমের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ড্রীম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, জামায়াতে ইসলামের জেলা সেক্রেটারি আমজাদ হোসেন, হেরিটেজ পার্কের সত্ত্বাধিকারী মেনহাজুর রহমান ভুঁইয়াসহ ব্যবসায়ী নেতারা।

এসময় ছাত্র আন্দোলনে নরসিংদীতে নিহত ২৬ পরিবারের প্রত্যেককে ১ লাখ ও আহত ৩০০ পরিবারের সদস্যদের মাঝে মোট ৫২ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়।
 বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।