ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

দেশের মানুষের কষ্টে জাতীয় পার্টি ঘরে বসে থাকে না: জি এম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
দেশের মানুষের কষ্টে জাতীয় পার্টি ঘরে বসে থাকে না: জি এম কাদের

ঢাকা: দেশের উত্তরাঞ্চলে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় প্রাণহানি এবং লাখো মানুষের অবর্ণনীয় দুর্ভোগে গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।  

রোববার (০৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বন্যায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

 

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ময়মনসিংহ, শেরপুর ও কুড়িগ্রামের বিস্তীর্ণ অঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দি জীবনযাপন করছেন। তাদের মাঝে খাবার, ওষুধ ও শিশুখাদ্যের অভাবে হাহাকার উঠেছে।  

বন্যা উপদ্রুত অঞ্চলে জরুরি সহায়তা পাঠাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আরেক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বন্যার্তদের পাশে থাকতে দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দেন। তিনি বলেন, দেশের মানুষের কষ্টে জাতীয় পার্টি কখনোই ঘরে বসে থাকে না।  

বন্যার্তদের সার্বিক সহায়তা করার পাশাপাশি সরকারের ত্রাণ কার্যক্রমে সহায়তা করতেও দলের নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।   

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৪
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।