ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘প্রশাসনে এখনো হাসিনা রিজিমের থাবা রয়ে গেছে’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
‘প্রশাসনে এখনো হাসিনা রিজিমের থাবা রয়ে গেছে’

নারায়ণগঞ্জ: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, আমরা এ জাতি এখনো পরিবর্তিত হতে পারিনি। কারণ প্রশাসনে এখনো হাসিনা রিজিমের থাবা রয়ে গেছে।

চাঁদাবাজদের অবস্থা এখনো আগের মতোই আছে।

শনিবার (১২ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের "বাংলা ভবন" কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্র শিবির নৈতিক শিক্ষার মডেল তৈরি করতে চায়, কারণ আমাদের নৈতিকতার মডেল বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.)।

মনজুরুল ইসলাম বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) আমাদের একমাত্র মডেল আমরা তাকেই অনুসরণ অনুকরণ করবো এবং জীবনের সর্বক্ষেত্রে রাসূলের আর্দশ মেনে চলবো। তাহলেই দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি।

নারায়ণগঞ্জ মহানগরী ছাত্র শিবিরের সভাপতি আসাদুজ্জামান রাকিবের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শাফিউল্লাহ, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মো. সিবগাতুল্লাহ, জেলা শিবির সভাপতি আবু সুফিয়ান, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি মানোয়ার হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসাইন ও আব্দুল মোমিন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।