ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খানসামা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এরশাদ জামান গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
খানসামা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এরশাদ জামান গ্রেপ্তার  এরশাদ জামান

দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এরশাদ জামানকে (৪৫) গ্রেপ্তার করেছে ডিবি (গোয়েন্দা শাখা) ও থানা পুলিশ।  

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে তাকে আদালতে পাঠায় পুলিশ।

 

এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার গোবিন্দপুর মেধ্যাপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

জানা গেছে, ২০১৩ সালে চাঁদাবাজি ও ২০১৪ সালে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে থানায় মামলা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান স্মৃতি। দায়েরকৃত এই মামলার এজাহার নামীয় আসামি ছিলেন এরশাদ জামান।  

এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় জামানকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।