ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশের মানুষ আজও বৈষম্যের শিকার: ফয়জুল করিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
বাংলাদেশের মানুষ আজও বৈষম্যের শিকার: ফয়জুল করিম

বরিশাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বাংলাদেশের মানুষ আজও বৈষম্যের শিকার। ব্রিটিশ শাসনামল থেকে আলেম ও মুসলমানরা বিভিন্ন দিক থেকে বৈষম্যের শিকার হয়ে আসছে।

 

তিনি বলেন, বহু নেতার পরিবর্তন হয়েছে। কিন্তু নীতি সঠিক না থাকার মুসলমানরা তাদের ন্যায্য অধিকার পায়নি, তাই আসুন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা জনগণ ঐক্যবদ্ধ হই।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা নূরুল ইসলাম আল আমিন চৌধুরী প্রমুখ।

বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা মো. নাছির উদ্দীন (রোকন) ডাকুয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর ও জয়েন্ট সেক্রেটারি এইচ এম কাওসার আহমেদের যৌথ সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি এইচ এম ইকবাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।