ঢাকা, মঙ্গলবার, ১৩ কার্তিক ১৪৩১, ২৯ অক্টোবর ২০২৪, ২৫ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা বিশ্ব স্বৈরশাসকদের মধ্যে জঘন্যতম ছিলেন: নবীউল্লাহ নবী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
শেখ হাসিনা বিশ্ব স্বৈরশাসকদের মধ্যে জঘন্যতম ছিলেন: নবীউল্লাহ নবী

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনে বিএনপির প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ঘুম-খুন নির্যাতন বিশ্বের সব স্বৈরশাসককে হার মানিয়েছে। বিশ্বের সব স্বৈরশাসকের মধ্যে শেখ হাসিনা ছিলেন জঘন্যতম জুলুমবাজ।

কেউ তার জুলুম-অত্যাচারের প্রতিবাদ করলেই তাকে গুম করে আয়নাঘরে বন্দী করে রাখা হতো। ’

ঢাকা-৫ আসন এলাকায় সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে রাজধানীর ডেমরায় নেতাকর্মীদের নিয়ে বিএনপির যৌথ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার (২৮ অক্টোবর ) বিকেলে ডিএসসিসির ডগাইর বাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ডেমরার ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপি এ যৌথ সভার আয়োজন করে।

সভায় নবীউল্লাহ নবী আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর আওয়ামী স্বৈরশাসনের পতন হয়েছে। সমাজে আর কোনোদিন তাদের জুলুম-অত্যাচার সংগঠিত হওয়ার সুযোগ নেই। ’ তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সব পর্যায়ের নেতাকর্মীর মধ্যে ইস্পাত—দৃঢ ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বিএনপির এ নেতা।

৬৬ নম্বর ওয়ার্ডের বিএনপির আহ্বায়ক মো. নুর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবদুল হাই পল্লব, ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, ডেমরা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল হাশেম মোল্লা ও ডেমরা যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী ছাত্র-যুুবকদের মনোনীত ব্যক্তিত্ব ফেরদৌস হোসেন রনি সরকার প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপি নেতা কবির হোসেন খান, জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন মেম্বার, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান, মো. অহিদুল ইসলাম, মো. আওলাদ হোসেন, মো. ফারুক আহমেদ সাদু, ডিএসসিসির ৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. দুলাল ভূঁইয়া, ৬৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সারোয়ার লিটন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক  আবদুল হাই, ৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গরিবুল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান বেপারী, ডেমরা থানার যুবদল নেতা ড. রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, মো. মনির মুন্সি, ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, ডেমরা থানা শ্রমিক দলের আহ্বায়ক মো. আবদুল কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ রানা, ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব তৈফিকুর রহমান শাওন, ডেমরা থানা কৃষকদলের সভাপতি মো. শ্যামলসহ থানা, ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।