ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

ফেসবুকে পুরোনো ভিডিও দিয়ে ভুয়া খবর প্রচার করায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
ফেসবুকে পুরোনো ভিডিও দিয়ে ভুয়া খবর প্রচার করায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

রাজশাহী: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া ও মিথ্যা খবর প্রচারের অভিযোগে সাইফুল ইসলাম (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নোয়াখালী জেলার ছাতারপাইয়া ইউনিটের একজন কর্মী।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাতে আরএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম (৩১) নোয়াখালী জেলার সেনবাগ থানার পূর্ব ছাতারপাইয়া গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে।

সাবিনা ইয়াসমিন বলেন, গত ২৯ আগস্ট কয়েকটি ফেসবুক পেইজ থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে ‘মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়’ শিরোনামে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষসহ সারাদেশের ছাত্রদের মধ্যে ভীতির সঞ্চার ঘটে এবং উত্তেজনার সৃষ্টি হয়। এছাড়া দেশের সার্বভৌমত্ব বিপন্নসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেয়। বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নজরে আসে। এরপর তিনি আরএমপির সাইবার ক্রাইম ইউনিটকে এর সত্যতা যাচাই-বাছাই করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এরপর আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ছড়িয়ে পড়া ভিডিওগুলো পর্যালোচনা করে দেখে যে, ভিডিওগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলেও তা এ সময়ের নয়। পুরোনো মিছিলের ভিডিওতে নতুন করে কণ্ঠ লাগানো হয়েছে এবং নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকা থেকে এই ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়ানো হয়েছে। তখন এর পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এবং তা নোয়াখালীর সেনবাগ থানায় পাঠানো হয়।

আরএমপির এই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের একটি টিম ৩১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে জেলার সেনবাগ থানার গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি জানান, তিনি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নোয়াখালী জেলার ছাতারপাইয়া ইউনিটের একজন কর্মী। তিনি ৫ আগস্ট থেকে তার নিজস্ব ফেসবুক পেইজসহ আরও বিভিন্ন ফেসবুক পেজ খুলে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার করে আসছেন। তার নামে সেনবাগ থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এসএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।