ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

শনিবার জাপার সমাবেশ-মিছিল স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
শনিবার জাপার সমাবেশ-মিছিল স্থগিত

ঢাকা: পুলিশের নিষেধাজ্ঞায় জাতীয় পার্টির (জাপা) পূর্বঘোষিত আগামীকাল শনিবার (২ নভেম্বর) সমাবেশ ও বিক্ষোভ মিছিল স্থগিত করা হয়েছে।  

শুক্রবার (১ নভেম্বর) রাতে জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

খন্দকার দেলোয়ার জালালী বলেন, আগামীকাল শনিবার দুপুর ২টায় জাপার কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে অনুষ্ঠেয় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।  

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ২৯ ধারার ক্ষমতা বলে (সভাস্থল) পাইওনিয়ার রোডস্থ ৬৬ নম্বর ভবন, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করায় আইনের প্রতি শ্রদ্ধা রেখে জাপা এ সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী কর্মসূচি জাপার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
ইএসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।