সিলেট: সম্মেলনের ২০ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেল সিলেট মহানগর বিএনপি। সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি ও ইমদাদ হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৭০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সোমবার (৪ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এ কমিটি প্রকাশ পায়।
কমিটিতে সহ-সভাপিত পদে ২০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১৪ জন, সাংগঠনিক সম্পাদক ৫ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ৫ জন, অর্থ সম্পাদক ১ জন, সহ-অর্থ সম্পাদক ১ জন, প্রচার সম্পাদক ১ জন, সহ-প্রচার সম্পাদক ১ জন, দপ্তর সম্পাদক ১ জন, সহ-দপ্তর সম্পাদক ১ জন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ১ জন, সহ-মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ১ জন, আইনবিষয়ক সম্পাদক ১ জন, সহ-আইনবিষয়ক সম্পাদক ১ জন, শিক্ষাবিষয়ক সম্পাদক ১ জন, সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ১ জন, সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক ১ জন, সহ-সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক ১ জন, যুববিষয়ক সম্পাদক ১ জন, সহ-যুববিষয়ক সম্পাদক ১ জন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ১ জন, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ১ জন, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ১ জন, সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ১ জন, ছাত্রবিষয়ক সম্পাদক ১ জন, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক ১ জন, অর্থনীতিবিষয়ক সম্পাদক ১ জন, সহ-অর্থনীতিবিষয়ক সম্পাদক ১ জন, প্রকাশনাবিষয়ক সম্পাদক ১জন, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক ১জন, যোগাযোগ বিষয়ক সম্পাদক ১ জন, সহ-যোগাযোগবিষয়ক সম্পাদক ১ জন, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ১ জন, সহ-ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ১ জন, জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্পাদক ১ জন, সহ-জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্পাদক ১ জন, ক্রীড়াবিষয়ক সম্পাদক ১ জন, সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক ১ জন, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ১ জন, সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ১ জন, মহিলাবিষয়ক সম্পাদক ১ জন, সহ-মহিলাবিষয়ক সম্পাদক ১ জন, পাঠাগারবিষয়ক সম্পাদক ১ জন, সহ-পাঠাগারবিষয়ক সম্পাদক ১ জন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ১ জন, সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ১ জন, শিল্পবিষয়ক সম্পাদক ১ জন, সহ-শিল্পবিষয়ক সম্পাদক ১ জন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ১ জন, সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ১ জন, সমবায়বিষয়ক সম্পাদক ১ জন, সহ-সমবায়বিষয়ক সম্পাদক ১ জন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ১ জন, সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ১ জন, ক্ষুদ্র ও কুটিবিষয়ক সম্পাদক ১ জন, সহ-ক্ষুদ্র ও কুটিবিষয়ক সম্পাদক ১ জন, শ্রমিকবিষয়ক সম্পাদক ১ জন, সহ- শ্রমিকবিষয়ক সম্পাদক ১ জন, কৃষিবিষয়ক সম্পাদক ১ জন, সহ-কৃষিবিষয়ক সম্পাদক ১ জন, ধর্মবিষয়ক সম্পাদক ১ জন, সহ-ধর্মবিষয়ক সম্পাদক ১ জন, পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ১ জন, সহ-পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ১ জন, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক ১ জন, সহ-তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক ১ জন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ১ জন, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ১ জন, মৎসজীবীবিষয়ক সম্পাদক ১ জন, সহ-মৎসজীবীবিষয়ক সম্পাদক ১ জন, শিশুবিষয়ক সম্পাদক ১ জন, সহ-শিশুবিষয়ক সম্পাদক ১ জন, স্বনির্ভরবিষয়ক সম্পাদক ১ জন, সহ-স্বনির্ভরবিষয়ক সম্পাদক ১ জন, সদস্য পদে ৬ জন করে এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে ২০২৩ সালের ১০ মার্চ কাউন্সিলরদের ভোটে সিলেট মহানগর বিএনপির কমিটি গঠিত হয়। এতে সভাপতি পদে নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব নির্বাচিত হন।
সভাপতি পদে মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ১ হাজার ৬৬টি ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মহানগর বিএনপির সাবেক (কাউন্সিলের আগের) আহ্বায়ক কমিটির সদস্য সচিব (বর্তমান কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক) মিফতাহ সিদ্দিকী পান ৭৬৮টি ভোট।
সাধারণ সম্পাদক পদে মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ১ হাজার ৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরহাদ চৌধুরী শামীম পান ৭৭২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ সাফেক মাহবুব ৬৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম নাচন পান ৬২৩ ভোট। কাউন্সিলের ২০ মাস পর ঘোষণা করা হয় পূর্ণাঙ্গ কমিটি।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
এনইউ/আরবি