ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

একই ভুল করলে আ. লীগের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়, প্রশ্ন আমিনুলের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
একই ভুল করলে আ. লীগের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়, প্রশ্ন আমিনুলের

ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক বলেছেন, বদনামের দায়ভার আমরা নিতে চাই না। আওয়ামী লীগ যে ভুল করেছে, আমরাও যদি একই ভুল করি, তাহলে আওয়ামী লীগের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়?

সোমবার (১১ নভেম্বর) দুপুরে পল্লবীর ইস্টার্ন হাউজিং ঘরোয়া মোড় ও দুয়ারীপাড়া এলাকার বিভিন্ন স্পটে দলীয় ব্যানার, ফেস্টুন, পোস্টার ও দলীয় অফিস অপসারণকালে উপস্থিত নেতাকর্মীদের সামনে দেওয়া বক্তব্যে এমন প্রশ্ন 

আমিনুল হক বলেন, বিএনপি জনস্বার্থে রাজনীতি করে।

সাধারণ জনগণ কী চায়, জনগণ কী প্রত্যাশা করছে, জনগণের চাওয়া ও প্রত্যাশা- এসব নিয়েই বিএনপি এগিয়ে যেতে চায়। জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরে না আসা পর্যন্ত এবং  উন্নত-সমৃদ্ধ ও সুন্দর-শান্তিময় বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা লড়াই করে যাব।

তিনি বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের এলাকার মধ্যে বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড লাগাতে হয়। অনেকক্ষেত্রে সাধারণ মানুষ এটি ভালো চোখে দেখে না, ভালোভাবে নেয় না। সেই চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি, ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ সংগঠনের থানা-ওয়ার্ডের দলীয় বিলবোর্ড, ব্যানার,পোস্টার ও ফেস্টুন নামিয়ে সবকিছু পরিষ্কার করে ফেলব। পাশাপাশি সব দলীয় কার্যালয় অপসারণ করতে হবে।  

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ নেতা বলেন, মানুষ ভাবছে- আওয়ামী লীগ যা করেছে, বিএনপিও তাই করছে। সেই বদনামের দায়ভার আমরা নিতে চাই না। আওয়ামী লীগ যে ভুল করেছে, আমরাও যদি একই ভুল করি, তাহলে আওয়ামী লীগের সঙ্গে আমাদের পার্থক্য রইল কোথায়? আওয়ামী লীগ বিগত ১৭ বছরে অবৈধভাবে জায়গা দখল করে অফিস বানিয়েছে, কিন্তু তারা আমাদের কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে একটি অফিস পর্যন্ত ব্যবহার করতে দেয়নি। তারপরও আমরা হাসিনা সরকারের পতন ঘটাতে পেরেছি।

তিনি বলেন, আমাদের দলের অনেকেই অতি উৎসাহিত হয়ে, ভুল করে, আওয়ামী লীগের দখল করা জায়গা পুনরুদ্ধার করতে গিয়েছে। আসলে পুনরুদ্ধার করতে গেলে কিন্তু সেটাকে আর পুনরুদ্ধার বলে না। অনেকেই ভাবছে- আওয়ামী লীগ দখল করেছে, বিএনপিও এসে পুনরায় দখল করে নিয়েছে। আমরা কিন্তু এ বদনামের ভাগীদার হতে চাই না।  

তিনি আরও বলেন, গত শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের সব দলীয় নেতাকর্মীকে আগামী তিনদিনের মধ্যে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও দলীয় কার্যালয় অপসারণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আমি আজ পল্লবী রূপনগরের বিভিন্ন স্পটে এসে ব্যানার, পোস্টার ও ফেস্টুন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ নিজ হাতে করছি।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর বিএনপির নেতা মাহাবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক অলিউল হাসনাত তুহিন, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম, রূপনগর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
টিএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।