ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় ঐক্য গড়ে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে: জামায়াত সেক্রেটারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
জাতীয় ঐক্য গড়ে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে: জামায়াত সেক্রেটারি

বাগেরহাট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেলারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার বলেছেন, এমন নির্বাচন হতে হবে, যাতে রাজনৈতিকভাবে ফ্যাসিবাদের কবর রচিত হয়। এজন্য জাতীয় ঐক্যের প্রয়োজন।

 

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বাগেরহাট খানজাহান আলী আদর্শ আলীম মাদরাসা ময়দানে জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরওয়ার বলেন, গণঅভ্যুত্থান শহীদদের রক্তের ঋণ শোধ করতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে।  যারা দেশের আলেম-ওলামাদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। যারা প্রকাশ্যে ফ্যাসিবাদের দোসর ছিলেন, তাদের উপদেষ্টা পরিষদে থাকা উচিত নয়। আমলাদের মধ্যে সাড়ে সাত লাখ ফ্যাসিবাদের দোসর রয়েছে। সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে ফ্যাসিবাদীদের হঠাতে হবে।

বাগেরহাট জেলা জামায়াতের আমির রেজাউল করিমের সভাপতিত্বে সদস্য সম্মেলনে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় সাংগঠনিক  সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সহকারী আঞ্চলিক পরিচালক খুলনা মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যক্ষ  মশিউর রহমান, বাগেরহাট জেলা জামায়াতে নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামাতের সেক্রেটারি জেনারেল শেখ ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি জেনারেল ইকবাল হোসেন। জামায়াত নেতা মাস্টার শফিকুল আলম, অধ্যাপক আব্দুল আলীম, মনজুরুল হকের হাত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।