ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

একাত্তরের মতো ’২৪-এ গণহত্যা করেছে শেখ হাসিনা: রাশেদ প্রধান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
একাত্তরের মতো ’২৪-এ গণহত্যা করেছে শেখ হাসিনা: রাশেদ প্রধান

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ১৯৭১ সালে তৎকালীন শোষকগোষ্ঠী যেভাবে গণহত্যা এবং গণকবর দিয়েছিল জাতির শ্রেষ্ট সন্তানদের, একইভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ২০২৪ সালে বাংলার গণতন্ত্রকামী তরুণ সমাজকে জুলাই-আগস্ট মাসে গণহত্যা করেছে এবং গণকবর দিয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জাগপার পক্ষ থেকে বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

রাশেদ প্রধান বলেন, ১৯৭১ সালে দেশের বুদ্ধিজীবী ও অপামর জনতার রক্তের সাগরের বিনিময়ে আমরা মানচিত্র পেয়েছিলাম। কিন্তু প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পাইনি। ২০২৪-এর বুদ্ধিজীবী দিবসে আমাদের নতুন করে শপথ নিতে হবে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বাংলার মাটিতে আর অপরাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। প্রতিরোধ করতে হবে আওয়ামী প্রেতাত্মাদের ষড়যন্ত্র, রুখে দিতে হবে ভারতীয় আগ্রাসন। নতুন সূর্যোদয়ে আমরা নতুন প্রজন্মের হাতে প্রকৃত স্বাধীনতা এবং গণতন্ত্র তুলে দিতে চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সহসভাপতি মাহিদুর রহমান বাবলা, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, নির্বাহী কমিটির সদস্য জিয়াউল আনোয়ার, মনোয়ার হোসেন, যুব জাগপা নেতা জনি নন্দী, পাবেল আহমেদ, আসাদুজ্জামান নুর, আমিনুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।