ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া হবে: তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া হবে: তারেক রহমান তারেক রহমান

টাঙ্গাইল: ৩১ দফার সফল বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

তিনি বলেন, তাদের কায়দায় আমরা জবাব দেব না।

আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জবাব দেব।  

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলে রাষ্ট্রকাঠামো বিনির্মাণে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্ত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা গায়েবি মামলা দেওয়া হয়েছে। অনেকেই হাতকড়া পড়ে বাবা-মায়ের জানাজায় অংশ নিয়েছে। আমাদের নেতাকর্মীদের নানাভাবে স্বৈরাচার সরকার হয়রানি করেছে। কাউকে হত্যা করে, কাউকে আহত করে আবার কারো ব্যবসার ক্ষতি করে অর্থনৈতিকভাবে ক্ষতি করেছে। এ সব কিছুর জবাব দেওয়া হবে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে। সেটা জনগণের মাঝে ভোটের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, আপনাদের অধীনস্থ কর্মীদের খেয়াল রাখতে হবে, তারা যাতে কোনো অপকর্ম করতে না পারে। কারণ আপনারা বিএনপির সংসদের সদস্য। সবার দায়িত্ব যা আছে তা খুব গুরুত্বপূর্ণ। যে কাজগুলো থেকে সংযত রাখলে নিজ দলের সুনাম বয়ে আনবে, সে দিকে খেয়াল রাখতে হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত দিনব্যাপী কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, প্রস্তাবিত ৩১ দফার নানা দিক তুলে ধরে আলোচনা করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ওই কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোরহাব, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, কার্যনির্বাহী সদস্য ওবায়দুল হক নাসির, বিথিকা বিনতে হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। কর্মশালায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এতে প্রায় দেড় সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।