ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

দুর্নীতিবাজদের এনে বিচার করতে হবে: জামায়াত নেতা রফিকুল ইসলাম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
দুর্নীতিবাজদের এনে বিচার করতে হবে: জামায়াত নেতা রফিকুল ইসলাম  বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, স্বৈরাচারী সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাচার করা টাকা শুধু আনলে চলবে না, দুর্নীতিবাজদেরও নিয়ে আসতে হবে। এ বাংলার বুকে এনে তাদের বিচারের আওতায় আনতে হবে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তা পৌর মার্কেটের সামনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে আমরা স্বৈরাচারী সরকারের মতো দুর্নীতি করব না, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, জামায়াতে ইসলামীতে একজনও দুর্নীতিবাজ নেতাকর্মী নাই, জামায়াতে কোনো দুর্নীতিবাজের ঠাঁই নাই আর হবেও না।

জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখার আমির মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- জামায়াতের সিরাজগঞ্জ জেলার আমির মাওলানা শাহিনুর আলম, কাজিপুর উপজেলার নায়েবে আমির শাহির ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।  

এসময় জামায়াতে ইসলামীর কাজিপুর উপজেলা শাখার ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।