ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটের আদালতে আওয়ামী লীগের ২২ নেতাকর্মীর আত্মসমর্পণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
সিলেটের আদালতে আওয়ামী লীগের ২২ নেতাকর্মীর আত্মসমর্পণ

সিলেট: আদালতে আত্মসমর্পণ করেছেন আওয়ামী লীগের ২২ নেতাকর্মী। শুনানি শেষে তাদের ১৬ জনকে জামিন ও ছয়জনকে কারাগারে পাঠাতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ ডিসেম্বর) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১’র বিচারক ধ্রুব জ্যোতি পাল শুনানি শেষে এ নির্দেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিন নামঞ্জুর হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন- বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা রাজন আহমদ অপু, আবুল হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, উপজেলা ছাত্রলীগ নেতা ফারাবী ইমন ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা মাসুদ আহমদ রিপন ও উপজেলা ছাত্রলীগ নেতা কয়েছ আহমদ।

জামিনপ্রাপ্তরা হলেন- উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক রাজন মিয়া, যুবলীগ নেতা নাসির মিয়া, ছাত্রলীগ নেতা কামরান আহমদ, পৌর আওয়ামী লীগের সদস্য ইসলাম আহমদ, আবুল মিয়া, জাকির মিয়া, আফিজ আলী, যুবলীগ নেতা জমির আলী, নাহিদ আহমদ, সিলেট ল’কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল বাতিন, ছাত্রলীগ নেতা রেজা মিয়া, যুবলীগ নেতা হেলাল আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা রাসেল আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগ নেতা মিল্টন বর্ধন ও ইমরান আহমদ।

আসামি পক্ষের আইনজীবী ফাহেমা-আল জহুরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেটের বিশ্বনাথ উপজেলায় আল-হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী  লীগ ও এর অঙ্গ সংগঠন এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়। রোববার মামলার ২২ আসামি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত ১৬ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন। ছয়জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠাতে নির্দেশ দেন বিচারক।

গত ৪ আগস্ট শপিং সেন্টারটিতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় আল-হেরা শপিং সিটির চেয়ারম্যান ছাদেকুর রহমান বাদী হয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৮৩ নেতাকর্মীর নাম উল্লেখ করেন মামলা করেন। এ মামলায় অজ্ঞাত অভিযুক্ত করা হয় অন্তত ৬০ জনকে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।