ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

নাটোরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
নাটোরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

নাটোর: নাটোরে মো. তুহিন হোসেন নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনায় মো. অন্তিম (২৩) ও মো. রুবেল হোসেন (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রোববার (০৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাটপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।  

গ্রেপ্তারকৃতরা সদর উপজেলার দক্ষিণ ভাটপাড়ার বাসিন্দা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বাংলানিউজকে জানান, সদর উপজেলার একডালা এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছাত্রদল কর্মী তুহিন হোসেন গত ২ জানুয়ারি সন্ধ্যায় অফিস থেকে ভাটপাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন।

এ সময় দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন তরুণ তুহিনের ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে তারা তুহিনকে কুপিয়ে চলে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে কেন তার ওপর হামলা হয়েছে, তা জানা যায়নি।

এ ঘটনায় তুহিনের বাবা হাফিজুল ইসলাম বাদী হয়ে ১৪ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন। এ মামলায় যৌথবাহিনীর অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।