ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘রাজনীতিতে কোকোর সংশ্লিষ্টতা না থাকলেও স্বৈরাচার তাকে মুক্তি দেননি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
‘রাজনীতিতে কোকোর সংশ্লিষ্টতা না থাকলেও স্বৈরাচার তাকে মুক্তি দেননি’ কথা বলছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল।

বগুড়া: বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেছেন, ক্রিকেটের বিকাশে অবদান রেখেছেন আরাফাত রহমান কোকো। তিনি নিভৃতচারী ছিলেন, রাজনীতিতে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না, তারপরও স্বৈরাচার তাকে মুক্তি দেননি।

 

শুক্রবার (২৪ জানুয়ারি) বাদ জুমা বগুড়ার গাবতলীর বাগবাড়ী জিয়া বাড়গীতে দেশবরেণ্য ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদ, এতিমখানায় আর্থিক অনুদান প্রদান, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, জিয়াউর রহমান তালুকদার টুটুল, রুহুল ইউসুফ মঞ্জু, জহুরুল ইসলাম সজল, সনি প্রমুখ।

অনুষ্ঠানে এলাকার মসজিদ ও এতিমখানায় আর্থিক অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে অংশ নেন এলাকাবাসী।  

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।