ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

তারেক ও জঙ্গিবাদের বিরুদ্ধে ময়মনসিংহে বিজয় পতাকা মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
তারেক ও জঙ্গিবাদের বিরুদ্ধে ময়মনসিংহে বিজয় পতাকা মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অসংলগ্ন বক্তব্য দেওয়া বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ময়মনসিংহে বিজয় পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার আগ মুহূর্তে শহরের ঐতিহাসিক রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে এ মিছিল বের হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শহরের টাউনহলের জননেতা শামসুল হক মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।

দীর্ঘ এ মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা। মিছিলের উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ও তরুণ আওয়ামী লীগ নেতা মো. ইকরামুল হক টিটু।

এ সময় সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান খান, রাজনীতিবিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক আমির আহমেদ চৌধুরী রতন, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন কালাম, বঙ্গবন্ধু সাহিত্য সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক এতুয়ার ইসলাম রচি, যুবলীগ নেতা শাহীনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।