ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ আটক ৩

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়াসহ বিএনপির তিন নেতাকে আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে দিরাই-মদনপুর সড়কের উপজেলার আনোয়ারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।


 
আটক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আটক অন্য দুই নেতা হলেন- বিএনপির যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম ও বিএনপি নেতা রুহুল আমিন।
 
পুলিশ জানায়, দিরাই-মদনপুর সড়কের দিরাই উপজেলার আনোয়ারপুর এলাকায় অবরোধ কর্মসূচি পালনকালে যানবাহন চলাচালে বাঁধা দিচ্ছিলেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপির তিন নেতাকে আটক করা হয়।  
 
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) বায়েছ আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সড়ক অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে তাদের আটক করা হয়।
 
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।