ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার বিরুদ্ধে হত্যা মামলা হওয়া উচিৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
খালেদার বিরুদ্ধে হত্যা মামলা হওয়া উচিৎ ছবি: রেহানা / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আন্দোলনের নামে সারা দেশে মানুষ পোড়ানোর দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলা উচিৎ বলে মনে করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গণতন্ত্র রক্ষা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



ড. হাছান মাহমুদ বলেন, আন্দোলনের নামে সারা দেশে মানুষ পুড়িয়ে হত্যাকাণ্ড চালাচ্ছে বিএনপি-জামায়াত। এসব হত্যাকাণ্ডের দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলা হওয়া উচিৎ।

তিনি বলেন, চোরাগোপ্তা হামলার মাধ্যমে অরাজকতার সৃষ্টি করা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। এটা সন্ত্রসীদের কাজ। আর এসব ঘটনার দায় ভার খালেদা, তারেক ও বিএনপিকেই নিতে হবে।

খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান বলেন, খালেদা জিয়া অসুস্থতার ভান করে জনগণের সহানুভূতি কাজে লাগিয়ে আন্দোলন করতে চেয়েছিলেন। কিন্তু জনগণ তাতে সাড়া দেয়নি।

তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, সারা দেশে ধ্বংসাত্বক আন্দেলন তারেকের প্রেসক্রিপশন  অনুযায়ী হচ্ছে। বর্তমানে বিএনপি গর্তে ঢ‍ুকে গেছে। এজন্য এক তারেকই যথেষ্ট।

ফেরারী আসামি তারেকের বক্তব্য প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞাকে অভিনন্দন জানান এই আওয়ামী লীগ নেতা।

প্রেসক্লাব রাজনৈতিক ব্যক্তির আশ্রয়স্থল হওয়া উচি‍ৎ নয় বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলামকে আশ্রয় দিয়ে যারা প্রেসক্লাবকে ‘গেস্ট’ হাউজ বানিয়েছেন তারা সাংবাদিকদের এ পবিত্র স্থানকে প্রশ্নবিদ্ধ করেছেন।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নেতাকর্মীবিহীন বিএনপির আন্দোলন বেশিদিন ঠিকবে না।

তিনি বলেন, সন্ত্রাসী ভাড়া করে আউট সোর্সিং আন্দোলন করা যায় না। রাতের আ‍ঁধারে বিল পরিশোধ না করে হাসপাতাল থেকে পালিয়ে আর বিদেশে বসে বসে ডাক দিলেই আন্দোলন হয় না। আন্দোলনে জনগনের সমর্থন লাগে। বিএনপির জনপ্রিয়তা এখন শূন্যের কোটায়।

আন্দোলনের নামে এই নাশকতার বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে বলেও মনে করেন খাদ্যমন্ত্রী।

গণতন্ত্র রক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহজাহান অ‍ালম সাজুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সহ-সম্পাদক এম এ করিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদসহ আরো অনেকে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫, আপডেট: ১৪১৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।