ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আবারো প্রমাণ হলো বিএনপি সন্ত্রাসী সংগঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
আবারো প্রমাণ হলো বিএনপি সন্ত্রাসী সংগঠন

ঢাকা: বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের বক্তব্যে আবারো প্রম‍াণ হয়েছে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।    

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



সভার আয়োজন করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ।

বুধবার (০৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য মিডিয়ায় প্রচারে আদালতের নিষেধাজ্ঞা জারির পর খন্দকার মাহবুব সাংবাদিকদেন বলেন, আল কায়েদার নিউজ মিডিয়ার ছাপা হচ্ছে না? বড় সন্ত্রাসীরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে বক্তব্য দিচ্ছেন না?

হানিফ বলেন, তার বক্তব্যে আবারো স্পষ্ট বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। তার দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সন্ত্রাসী।

তিনি বলেন, আল কায়দা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত ছিলো। সে সংগঠনের নেতা লাদেনের সঙ্গে তুলনা কার হয়েছে বিএনপি নেতা তারেক রহমানকে।

হানিফ বলেন, বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা বলেছেন আল কায়দার বক্তব্য মিডিয়ায় প্রচার করা গেলে তারেক রহমানের বক্তব্য কেন প্রচার করা যাবে না।   তিনি তারেক রহমানকে আল কায়দা নেতা লাদেনের সঙ্গে তুলনা করেছেন।

এ জন্য চেয়ারপারসনের উপদেষ্টাকে ধন্যবাদ জানান মাহবুব-উল আলম হানিফ।  

সঙ্গে সঙ্গে হানিফ উচ্চ আদালত নিষেধাজ্ঞা জারি করায় আদালতের প্রতি শ্রদ্ধা জানান।

হানিফ আরো বলেন, বিএনপি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য আমাদের ৫ জানুয়ারির কর্মসূচি ঘোষণার ১০/১৫ দিন পর তারা কর্মসূচি ঘোষণা করে। তাদের কর্মসূচির মূল উদ্দেশ্য দেশের উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করা।

দেশের এ অগ্রগতিতে থামিয়ে দিতে তারা এখন অবরোধ দিয়েছে।

খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে হানিফ বলেন, হজের পর বিশ্বের মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় অনুষ্ঠান বিশ্ব ইজতেমাকে বাধাগ্রস্ত করবেন না। মানুষকে ভয়ভীতির দিকে টেলে দেবেন না। এটা বন্ধ করুন। অবরোধ কোথাও হচ্ছে না। তবে কিছু কিছু জায়গায় চোরাগুপ্তা হামলা চালিয়ে মানুষ হত্যা, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে। এটা বন্ধ করুন।

তিনি বলেন, অবরোধ ঘোষণা করে বিএনপি নেতারা পালিয়ে বেড়াচ্ছে। একজন প্রেসক্লাবে পালিয়ে ছিলেন। আরেকজন হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। খালেদা জিয়া তাদের নিয়ে আপনি আন্দোলন করতে পারবেন না।

তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি এখনো চক্রান্তে লিপ্ত। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

প্রস্তুতি সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমার যখন আন্দোলন করেছি তখন শেখ হাসিনার নেতৃত্বে আমরা বলেছি গাড়ির চাকা বন্ধ থাকবে, গাড়ির চাকা ঠিকই বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, জনগণ আমাদের ডাকে সাড়া দিয়েছে। আজকে বিএনপির কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছেন। তাদের সঙ্গে জনগণ নেই।

মায়া বলেন, দেশের দ্বিতীয় ধর্মীয় উৎসব তাবলীগ জামায়াত বিশ্ব ইজতেমা। মানুষ য‍াতে আসতে না পারে এজন্য তারা অবরোধ দিয়েছেন। উনি (খালেদা জিয়া) ধর্মে বিশ্বাস করেন না। একারণেই তিনি অবরোধ দিয়ে মুসলমানদের ইজমেতায় আসা বাধাগ্রস্ত করছেন। এটা করে তিনি সরকারের পতন ঘটাতে চান। তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভা সফল করার জন্য দলীয় নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, এই জনসভার ওপর অনেক কিছু নির্ভর করছে। এ জনসভায় ব্যাপক জনসমাগম ঘটানোর ম‍াধ্যমে জনসভাকে সফল করতে পারলে আমরা খালেদা জিয়াকে প্রতিহত করতে পারবো।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউছারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

** ‘আল কায়েদার নিউজ দিচ্ছে না?’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।