ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে জামায়াত-শিবিরের ভাঙচুর, আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
না.গঞ্জে জামায়াত-শিবিরের ভাঙচুর, আগুন

নারায়ণগঞ্জ: বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিনে বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপি-জামায়াত-শিবির’র নেতাকর্মীরা। এ সময় তারা যানবাহন ভাঙচুর, সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে বিক্ষোভ করে।



প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৮টায় মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ-ঢাকা সড়কের গোগনগর পুরাতন ব্রিজ এলাকায় অবরোধের সমর্থনে নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের নেতৃত্বে একটি মিছিল বের হয়। প্রায় একই সময়ে একই স্থানে জামায়াত-শিবিরের একটি দল অন্তত ৮/১০টি যানবাহন ভাঙচুর করে।

এছাড়া শহরের বিবি রোডের উকিলপাড়া এলাকায় সড়কে আগুন ধরিয়ে বিক্ষোভ ও বন্ধু পরিবহনের একটি বাস ভাঙচুর করে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় জামায়াত-শিবির কর্মীরা।

তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আটক করা সম্ভব হয়নি কাউকে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।