ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘তারেকের বিচার করতে আদালতের আদেশ মানা হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
‘তারেকের বিচার করতে আদালতের আদেশ মানা হচ্ছে’ আইনমন্ত্রী আনিসুল হক

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিচারের মুখোমুখি করতে সরকার নিম্ন ও উচ্চ আদালতের আদেশ পালন করছে  বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
 
বৃহস্পতিবার দুপুরে (০৮ জানুয়ারি) সরকারি তিতুমীর কলেজে এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


 
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অ্যাডভোকেট আনিসুল হক বলেন, আমরা এখন পযন্ত যে সব আইনি ব্যবস্থা নিচ্ছি, সেগুলো এখন প্রকাশ না করাই ভালো হবে। সে বিষয়ে এখন আপনাদের (সাংবাদিকদের) পুঙ্খানুপুঙ্খভাবে বলছি না।
 
তিনি বলেন, এ ধরনের বক্তব্য (তারেকের বক্তব্য) বন্ধ করতে সরকারি পর্যায়ে আমরা কাজ করছি, তাকে বিচারের মুখোমুখি করার জন্য নিম্ন আদালত ও উচ্চ আদালতের যেসব আদেশ আছে, যেগুলো পালন করতে আমরা সচেষ্ট।
 
আইনমন্ত্রী আনিসুল হক আরো বলেন, আমি ব্রিটিশ হাইকমিশনারকে বলেছি, তারেক রহমানের ইতিহাস বিকৃত ও বেয়াদবী বক্তব্য আমরা সহ্য করবো না। আমরা ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ করছি-তারাও তাদের মাটিতে ইতিহাস বিকৃত করার মতো বক্তব্য দিতে তারেক রহমানকে অধিকার দেবেন না।
 
তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে বুধবার (৭ জানুয়ারি) উচ্চ আদালতের আদেশ ন্যায় ও যুক্তিসংগত বলেও মন্তব্য করেছেন তিনি।
 
তারেক রহমানের বক্তব্য বন্ধে আদেশ দেওয়া বিচারপতি কাজী রেজা-উল হকের গ্রামের বাড়ি ফেনীতে আগুন দেওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ফেনীতে বিচারপতির বাড়ি পুড়িয়ে ফেলা, সেটা তো বিএনপির প্রেক্টিস, তারা সন্ত্রাসী দল। তাদের কাছে এটায় আশা করা যায়, ভালো কাজ আশা করা যায় না।
 
ছাত্রাবাসে আসবাবপত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্বে করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু হায়দার আহম্মেদ নাসের।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কি স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ এ কে এম রহমত উল্লাহ, কলেজের উপাধ্যক্ষ পারভীন সুলতানা ও প্রফেসর মেহেরুন নেছা প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।