ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ত্রিশালে বিএনপি-জামায়াতের দু’শতাধিক নেতাকর্মীর নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
ত্রিশালে বিএনপি-জামায়াতের দু’শতাধিক নেতাকর্মীর নামে মামলা ছবি: প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বিএনপি-জামায়াতের অজ্ঞাত প্রায় দু’শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলাটি দায়ের করেন।



দুপুরে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন সড়কের প্রবেশ মুখে জড়ো হয়ে বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ ঘটনাতেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।