ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেবীগঞ্জে জামায়াতের ৩১ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
দেবীগঞ্জে জামায়াতের ৩১ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

পঞ্চগড়: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় গোপন বৈঠককালে জামায়াত-শিবিরের ৩১ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দেবীগঞ্জ উপজেলা আমির ও দেবীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মো. আব্দুল মান্নান (৪৮) রয়েছেন।


 
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে দেবীগঞ্জ বাজারের অবস্থিত উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
 
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আলী খান বাংলানিউজকে জানান, বিএনপিসহ ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে নাশকতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নানসহ ৩১ জন নেতাকর্মী গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে সদস্য সংগ্রহ ফর্ম, ব্যানার, দু’টি মোটরসাইকেল ও ২৫টি বাইসাইকেল উদ্ধার করা হয়।

দুপুরে আটক সবার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।