ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় বিএনপির ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
খুলনায় বিএনপির ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ছবি: প্রতীকী

খুলনা: খুলনায় বিএনপির ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে খুলনা সদর থানায় বিস্ফোরক ও ভাঙচুরের এ মামলা দায়ের করা হয়।


 
থানা সূত্রে জানা যায়, অবরোধ চলাকালে বৃহস্পতিবার সকালে মহানগরীর পিটিআই মোড়ে বিআরটিসির দু’টি বাস ভাঙচুর, আগুন দেওয়ার চেষ্টা, পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাহারুজ্জামান মোর্তজা, ছাত্রদল ও যুবদল মহানগর শাখার সভাপতি আরিফুজ্জামান আরিফ ও শফিকুল আলম তুহিনসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫ জনকে আসামি করা হয়েছে।

এর আগে সকালে নগরীর পিটিআই মোড় থেকে বিএনপির নেতাকর্মীরা অবরোধ সমর্থনে মিছিল বের করে। মিছিলটি পিটিআই ইনস্টিটিউটের কাছে পৌঁছলে অবরোধকারীরা বরিশালগামী দু’টি বিআরটিসি বাস ভাঙচুর করে।
এক পর্যায়ে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চার রাউন্ড টিয়ার শেল ও দুই রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।

এ ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুত নামতে গিয়ে শিশুসহ ছয়জন আহত হন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।