ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নান্দাইল যুবদল-ছাত্রদলের কমিটি অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
নান্দাইল যুবদল-ছাত্রদলের কমিটি অনুমোদন

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলা ও পৌর যুবদল-ছাত্রদলের কমিটি গঠিত হয়েছে। মিজানুর রহমান লিটনকে আহ্বায়ক ও ৫ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৩২ সদস্য বিশিষ্ট যুবদলের এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব।



বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নবগঠিত নান্দাইল উপজেলা আহ্বায়ক মিজানুর রহমান লিটন।  

যুগ্ম আহ্বায়করা হচ্ছেন- নুরুদ্দিন চুন্নু, হাবিবুর রহমান হাবিব, মিজানুর রহমান মিজান, জিয়াউল ভুইয়া রাজু, মঞ্জুরুল হক মঞ্জু। আর সদস্যরা হলেন- আবু রায়হান, নজরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম আনার, রফিকুল ইসলাম খোকন, আলমগীর হোসেন, বরকত উল্লাহ, সুমন মেম্বার, ফারুক মাষ্টার, মামুনুর রশিদ, কামরুজ্জামান বাবু প্রমুখ।

এছাড়া, রবিউল করিম বিপ্লবকে সভাপতি, বিল্লাল হোসেনকে সহ-সভাপতি ও মজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি গঠিত হয়েছে। এ কমিটিতে উপদেষ্টা পদে রয়েছেন হাশিমুদ্দিন হাশিম।  

অপরদিকে, একই দিনে নিকসন আকন্দকে আহ্বায়ক ও মফিজুর রহমান রতন, মাহবুবুল আলম রনি, সাদ্দাম হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে নান্দাইল উপজেলা ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ কমিটি অনুমোদন করেন।

কমিটির সদস্যরা হচ্ছেন- মেহদী হাসান শপন, শামসুজ্জামান সুমন, জুনায়েদ শেখ, মনিরউজ্জামান জামান, ফরহাদ মিয়া, মোজাম্মেল হক।

একই সঙ্গে মনিরুজ্জামান আকন্দকে আহ্বায়ক ও শাহজাহান বাবুকে যুগ্ম আহ্বায়ক করে নান্দাইল পৌরসভা ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।    

আগামী ৩ মাসের মধ্যে কমিটির পূর্ণাঙ্গ তালিকা এবং সম্মেলনের মাধ্যমে অধীনস্থ সব সাংগঠনিক ইউনিটের কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার জন্য নবনির্বাচিত নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক।

অপরদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন নান্দাইল বিএনপি নেতা ইয়াসের খান চৌধুরী বলেন, আগামী দিনে গণতন্ত্র রক্ষার আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এ কমিটির রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।