ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জলকামান না সরানোয় ফিরে গেলেন বি. চৌধুরী

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
জলকামান না সরানোয় ফিরে গেলেন বি. চৌধুরী ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী

ঢাকা: গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে আবারও ফিরে গেলেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

আগেরবার পুলিশ বাধা দিলেও এবার খালেদার কার্যালয়ের দক্ষিণ পার্শ্ব থেকে জলকামান না সরানোয় গাড়ি নিয়ে প্রবেশ করতে না পেরে ফিরে গেলেন তিনি।



প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘অবরুদ্ধ’ খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব বি. চৌধুরী। কিন্তু খালেদার কার্যালয়ের দক্ষিণ পার্শ্ব দিয়ে প্রবেশের সময় সেখানে রাখা জলকামানের কারণে যেতে পারছিল না তার গাড়ি।

এসময় বি. চৌধুরী দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলেন, আমি দেশের সাবেক রাষ্ট্রপতি এবং একজন সিনিয়র সিটিজেন। গাড়ি নিয়ে প্রবেশ করতে পারছি না। আপনাদের এক মিনিট সময় দিচ্ছি, জলকামান সরিয়ে নিন, আমি গাড়ি নিয়ে প্রবেশ করবো।

জবাবে দায়িত্বরত কর্মকর্তারা বি. চৌধুরীকে হেঁটে যেতে বলেন।

এতে ক্ষুব্ধ হয়ে বিকল্প ধারার প্রেসিডেন্ট আইন-প্রয়োগকারী সংস্থার সদস্যদের বলেন, বেইজ্জতির একটা সীমা আছে। এটা কোন ধরনের অসভ্যতা। আমি দেশের সাবেক রাষ্ট্রপতি, সিনিয়র সিটিজেন এবং একজন চিকিৎসকও। জলকামান সরাতে বললাম, সরানো হলো না। আমাকে এর আগেও দেখা করতে দেওয়া হয়নি, এবারও দেওয়া হলো না।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর এই ক্ষোভ ঝেড়ে তখনই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ না করে ফিরে যান সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী।

এর আগে, গত ৪ জানুয়ারি খালেদার কার্যালয়ে প্রবেশ করতে চাইলেও ফিরিয়ে দেওয়া হয় বিকল্প ধারার প্রেসিডেন্টকে।

বাংলাদেশ সময: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

** খালেদাকে দেখে এলেন শাফিন আহমেদ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।