ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেরপুরে ৬টি ককটেল বিস্ফোরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
শেরপুরে ৬টি ককটেল বিস্ফোরণ

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে পুলিশের উপস্থিতিতেই পরপর ৬টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

এসময় দুর্বৃত্তদের লক্ষ্য করে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

এ ঘটনায় শহর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ডের জিরো পয়েন্ট থেকে শেরশাহ নিউমার্কেট এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ওপর এসব ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

এসময় শহরের বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মহাসড়কের পশ্চিমপাশে বিপুল সংখ্যক পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিলেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে থাকা হেলমেট পরিহিত ২ যুবক সাধারণ মোটরসাইকেল আরোহী বেশে টাউন পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়ক হয়ে শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ডের জিরো পয়েন্টেস্থ মহাসড়কে ওঠে।

এরপর মোটরসাইকেল চলন্ত অবস্থায় সেখান থেকে শুরু করে শহরের শেরশাহ নিউমার্কেট এলাকায় মহাসড়কের পরপর ৬টি শাক্তিশালী ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা এই পুলিশ কর্মকর্তা জানাতে পারেননি।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।