ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পাঁচবিবিতে কয়লা বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ

শাহিদুল ইসলাম সবুজ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
পাঁচবিবিতে কয়লা বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী নামক এলাকায় কয়লা বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে অবরোধকারীরা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে অবরোধকারীরা এ নাশকতায় চালায় বলে পাঁচবিবি থানার ওসি(তদন্ত) ফরিদ হোসেন নিশ্চিত করেন।



পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি থেকে থেকে নওগাঁর নজিপুর উপজেলার জিএম ইট ভাটায় যাওয়ার পথে কয়লা বোঝাই ট্রাকটি শিমুলতলী নামক এলাকায় পৌঁছলে বেশ কয়েকজন অবরোধকারী ট্রাকটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

এ সময় ট্রাকের সামনের অংশের কেবিনে আগুন লেগে যায় এবং ট্রাকে থাকা কিছু কয়লাও পুড়িয়ে যায়। পরে খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে।

ফরিদ হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তবে এ সময় ট্রাক চালক ও হেলপারকে তারা খুঁজে পায়নি।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।