ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুন্দরবন রক্ষায় ‘জনঅভিযাত্রা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
সুন্দরবন রক্ষায় ‘জনঅভিযাত্রা’ ছবি: রেহানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সুন্দরবন রক্ষায় আটদফা দাবিতে ঢাকা থেকে সুন্দরবন অভিমুখে আগামী ১১-১৬ মার্চ ‘জনঅভিযাত্রা’ করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

এছাড়া সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ৬ ফেব্রুয়ারি সুন্দরবন রক্ষায় কনভেনশন এবং ফুলবাড়ি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে ৭ ফেব্রুয়ারি ঐ অঞ্চলে অবরোধ এবং দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।



শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুর ১টায় মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে ‘সুন্দরবনে তেল বিপর্যয়ের একমাস: মাঠ গবেষণা ও অনুসন্ধান রিপোর্ট, প্রস্তাবনা ও কর্মসূচী’ বিষয়ক সংবাদ সম্মেলনে এ কর্মসূচী ঘোষণা করা হয়।

জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মাহমুদ বলেন, সুন্দরবনের আশেপাশের এলাকায় তেল ছড়িয়ে যে ক্ষতি হয়েছে সরকারি রিপোর্টে তা অনেক কম দেখানো হয়েছে। সামগ্রিক ক্ষয়-ক্ষতির যে রিপোর্ট  ইউএনডিপি দিয়েছিল সরকার তা কা‍টাছেঁড়া করে উপস্থাপন করেছে। এতে ইউএনডিপিও নিরব ছিল।  

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মো. শহীদুল্লা, এনামুল হক, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সভাপতি সাইফুল হক, গণতান্ত্রীক বামমোর্চার প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।