ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগ ক্ষমতায় আসলে জনগণ কিছু পায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
আ’লীগ ক্ষমতায় আসলে জনগণ কিছু পায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণ কিছু পায়, আর বিএনপি ক্ষমতায় গেলে নেতারা কিছু পায়।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুলাঘাটে ২০৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দ্বিতীয় ধরলা সেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।



স্থানীয় মরা নদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ দেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে শান্তিতে বসবাসের জন্য, কারো ধ্বংসাত্মক হুকুম তালিম করার জন্য নয়। দেশের মানুষকে জিম্মি করে যারা ক্ষমতায় যেতে চায় তাদের প্রত্যাখান করুন।

অবরোধের কারণে উত্তর‍াঞ্চলের কৃষকেরা সবজি বিক্রি করছে সস্তা দামে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, খালেদা জিয়ার সঙ্গে ২০১৯ সালের আগে কোনো আলোচনা নয়। এজন্য জনসাধারণের জান-মালের নিরাপত্তা দিতে যা করার তাই করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট সফুরা বেগম এমপি, কুড়িগ্রাম-৪ আসনের এমপি মো. রুহুল আমিন, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নুর-উন-নবী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলি, কুড়িগ্রামের জেলা প্রশাসক এবিএম আজাদ ও অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন।

পরে ডেপুটি স্পিকার জসি মিঞা উচ্চ বিদ্যালয় মাঠে হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য বিভাগের (অব.) পরিচালক ডা. মো. শাহাদত হোসেন, জাতীয় পঙ্গু হাসপাতালের (ঢাকা) পরিচালক মুক্তিযোদ্ধা ডা. মো. হামিদুল হক খন্দকার, সাবেক সিভিল সার্জন ডা. মো. আব্দুস ছোবহান, ইঞ্জিনিয়ার মো. সলিমুল্লাহ, ডা. মো. দেলওয়ার হোসেন দুলাল, ডা. মো. আজিজুল ইসলাম বেলাল।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।