ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদাকে দেখে এলেন নারী সাংবাদিক প্রতিনিধিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
খালেদাকে দেখে এলেন নারী সাংবাদিক প্রতিনিধিরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ উমেন্স জার্নালিস্ট ফোরামের ভারপ্রাপ্ত সভানেত্রী রোজী ফেরদৌসের নেতৃত্বে চার সদস্যদের একটি প্রতিনিধি দল।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রতিনিধি দলটি খালেদার গুলশানের কার্যালয়ে প্রবেশ করে।

প্রায় ২০ মিনিট পর্যন্ত তারা সেখানে অবস্থ‍ান করেন এবং খালেদার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা আহমেদ ও তারিন তাসনিম।

দেখা করে বেরিয়ে যাওয়ার সময় রোজী ফেরদৌস অপেক্ষমান সাংবাদিকদের বলেন, কয়েকদিন ধরে ‘অবরুদ্ধ’ খালেদা জিয়াকে দেখতে এসেছি ‍আমরা। তার শরীরের অবস্থা আগের চেয়ে ভালো।

খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন বলেও জানান রোজী ফেরদৌস।

সাক্ষাতে অবরোধ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা-জানতে চাইলে উমেন্স জার্নালিস্ট ফোরামের ভারপ্রাপ্ত সভানেত্রী বলেন, আমাদের সঙ্গে রাজনৈতিক কোনো আলাপ-আলোচনা হয়নি, আমরা কেবল তার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছি এবং কুশল বিনিময় করেছি। ।

গত ৩ জানুয়ারি রাতে ‘অবরুদ্ধ’ হওয়ার পর থেকে প্রায় এক সপ্তাহ রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন। এ ক’দিনে অনেকে তার সঙ্গে দেখা করলেও শুক্রবার কেবল এই প্রতিনিধি দলটিই খালেদা জিয়ার সঙ্গে দেখা করলো।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।